• ঢাকা বুধবার
    ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

রংপুরে পুলিশের নির্যাতনে মাদকসেবীর মৃত্যুর অভিযোগ, থানা ভাঙচুর

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৪:১৭ এএম

রংপুরে পুলিশের নির্যাতনে মাদকসেবীর মৃত্যুর অভিযোগ, থানা ভাঙচুর

রংপুর ব্যুরো

রংপুরের হারাগাছে পুলিশের নির্যাতনে এক মাদকসেবীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত মাদকসেবীর নাম তাজুল ইসলাম (৫৫)। এ ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় থানা ভবনে ইটপাটকেল নিক্ষেপসহ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের দালালহাট নয়াটারী এলাকার মৃত শওকত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার পুলিশ নতুন বাজার বছির বানিয়ার তেপতি নামক স্থানে অভিযান চালায়। এ সময় তাজুল ইসলামকে মাদকসহ আটকের পর মারধর করে পুলিশ। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হন। তখন তাকে ধাক্কা দিলে পাশের দেয়ালে লেগে ঘটনাস্থলেই মারা যান তাজুল ইসলাম।

এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হারাগাছ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় তাজুল হত্যার বিচার দাবি করে ইটপাটকেল নিক্ষেপসহ থানা ভবনে ভাঙচুর চালান তারা। পরে রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এখনও সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন বলেন, ‘সন্ধ্যায় পুলিশ তাজুল ইসলামকে মাদকসহ আটক করে। সে মাদকাসক্ত ছিল। পুলিশের হাতে আটকের পর পালানোর চেষ্টা করে এবং ভয়ে মলত্যাগ করে ফেলে। পরে হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যায় তাজুল।’

তিনি আরও বলেন, ‘পিটিয়ে হত্যার অভিযোগটি সত্য নয়। তারপরও নিহতের মরদেহ ময়নাতদন্ত করলে প্রকৃত বিষয়টি জানা যাবে। এ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এলাকাবাসী থানা ঘেরাও করে ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ