• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বেগমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১১:৫৮ পিএম

বেগমগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক ইভটিজিং বিরোধী মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। সোমবার ( নভেম্বর) বেলা টায় উপজেলার আমান উল্যাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন বিক্ষোভে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এলাকাবাসী জানান, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি তাদের হুমকি-ধমকি মারধর করে। তাই আন্দোলনকারীরা মাদকমুক্ত ইউনিয়ন চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে মাদক কারবারিদের প্রধান আখড়ায় পরিণত হয়েছে। আর এই স্থান থেকে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছড়াচ্ছে মাদক, যাতে ধ্বংসের মুখে যুব সমাজ।

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ