• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আমানত শাহ উদ্ধারে পাটুরিয়ায় জেনুইনের ডুবুরি দল

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৬:২৬ পিএম

আমানত শাহ উদ্ধারে পাটুরিয়ায় জেনুইনের ডুবুরি দল

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। সোমবার ( নভেম্বর) ভোরে চট্টগ্রাম থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি উদ্ধারের জন্য ৫০ সদস্যর একটা টিম ঘটনাস্থলে আসেন। 

জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের ডুবুরি দলের প্রধান আব্দুর রহমান বলেন, গতকাল নির্দেশ পেয়ে আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে আজ (১ নভেম্বর) ভোরে ঘাটে এসেছি। আমাদের আরও সদস্য পথে রয়েছেন। পথে যানজটে আটকে আছে মালামাল বোঝাই ট্রাক। আমাদের ডুবুরি দলসহ মালামাল ঘাটে আসামাত্র আমাদের প্রাথমিক সার্ভে কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ফেরি উদ্ধারের মূল কাজ শুরু হবে চট্টগ্রাম থেকে নদী পথে আসা সরঞ্জাম আসার পর। নদীর তলদেশ থেকে অক্ষত অবস্থায় ফেরিটি তুলতে আমাদের তিন থেকে চারদিন সময় লাগবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান বলেন, জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে আমাদের মৌখিক চুক্তি সম্পাদন হয়েছে। তাদের সকল সরঞ্জাম ঘাটে এলে তারা ফেরি তুলতে কাজ শুরু করবে। এটা তুলতে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড কর্তৃপক্ষ আমাদের কাছে দুই কোটি টাকা চেয়েছে।

গত বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী যানবাহন কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরির পেছনের বাম দিক থেকে পানি ওঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটের পন্টুনে ভেড়ার কয়েক মিনিটের মধ্যেই ডুবে যায়।

ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করেহামজা এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন। ঘটনার চতুর্থ দিনে গতকাল শনিবার সকাল থেকে রুস্তম নামের বিআইডব্লিউটিএ উদ্ধারকারী আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ