• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পাটুরিয়ার ফেরি উদ্ধারে ব্যয় হবে দুই কোটি টাকা!

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০১:০৪ এএম

পাটুরিয়ার ফেরি উদ্ধারে ব্যয় হবে দুই কোটি টাকা!

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় পানিতে আংশিক ডুবে থাকা আমানত শাহ ফেরিটিকে উদ্ধারের জন্য বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বদিউল আলম মৌখিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে বিআইডব্লিটিএ’র সঙ্গে মিটিংয়ে মৌখিক সিদ্ধান্ত হয়। উদ্ধার কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা। আগামীকাল বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য আমাদের সকল ধরনের যন্ত্রাংশ নিয়ে পৌঁছাবে উদ্ধারকারী একটি টিম। আমাদের ডুবুরি দল সব কিছু দেখার পর উদ্ধার অভিযানের প্রস্তুতি নেয়া হবে।

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফেরিটি উদ্ধারে চট্টগ্রামের প্রাইভেট প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের মালিক আলহাজ বদিউল আলমের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সোমবার থেকে পাটুরিয়া ৫নং ফেরি ঘাটের কাছে অর্ধডুবন্ত ফেরি আমানত শাহ উদ্ধারের বেসিক কাজ শুরু হবে।

আমানত শাহ ফেরির স্বাভাবিক সময়ের ওজন ৬০০ টন। পাঁচ দিন পানিতে আংশিক ডুবে থাকায় এর ওজন হয়েছে প্রায় এক হাজার টনের মতো। পাটুরিয়া ঘাটে উদ্ধারকারী জাহাজ হামজা ও প্রত্যয়ের সক্ষমতা ৬০ টন। যে কারণে এখন বেসরকারি কোম্পানির দ্বারস্থ হগে হচ্ছে বিআইডব্লিউটিএ-কে।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ