দেশজুড়ে ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় সারা দেশে ১৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় সবমিলিয়ে আহত হয়েছেন ২১ জন। বুধবার (১৯ মে) টাঙ্গাইল, ফেনী, গাজীপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ ও ঝিনাইদহে এসব দুর্ঘটনা ঘটে।
সিটি নিউজ ঢাকার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
টাঙ্গাইল : টাঙ্গাইলের পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা দিলে দুই ভাইসহ তিনজন নিহত হন। এতে আহত হন একজন।
নিহতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার টিয়াড়ি গ্রামের এমদাদুল হকের ছেলে গোলাম মণ্ডল শামিম (৩০), তার ভাই সৌরভ মিয়া (২৫) ও মাইক্রোবাসের চালক। আহত হয়েছেন শামিমের স্ত্রী মিম আক্তার।
টাঙ্গাইল সদর উপজেলায় দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঠিকাদারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। এ ছাড়া জেলার ঘাটাইল উপজেলার হামিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছেন। দুটি দুর্ঘটনায় নিহত একজন হলেন- ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে খন্দকার আফজাল হোসেন (৩৮)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
ফেনী : ফেনীতে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের বাড়িয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার চাঁদপুর গ্রামের আবদুল গোফরানের স্ত্রী বিবি হাজেরা, মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের এনামুল হকের ছেলে আরিফ, টাঙ্গাইল জেলার সখিপুর থানার আমতলি গ্রামের দরবেশ আলীর ছেলে নুরুল ইসলাম। নিহত আরেক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ছাগলনাইয়া মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপভ্যান নিয়ে চালক পালিয়ে গেছেন। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। বেলা ১০টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর কাওয়ালী গ্রামের বেটু খানের ছেলে শফিক (৩৬)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস চাপায় বাবুল শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
বাবুল শেখ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শাহ জামালের ছেলে। এ ঘটনায় আহত তারিকুল শেখ (২২) নিহত বাবুলের ছোট ভাই।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে কাভার্ড ভ্যানের চাপায় এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হন ভ্যানচালক। ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজুর মিয়া (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
মাদারীপুর : মাদারীপুরের শিবচরে বাইপাস সড়কে চলন্ত মাহিন্দ্র থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। পড়ে যাওয়ার পর ওই মাহিন্দ্রার চাকায় পিষ্ট হয়েই তার মৃত্যু হয়। শিবচর পৌরসভার শিবচর-পাচ্চর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিদ্দিক সরকার (৫০) ভোলা সদর থানার চর শমাইয়া গ্রামের ওদুদ সরকারের ছেলে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১৯ মে) রাত ৮টার দিকে হরিণাকুণ্ডু জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- হরিণাকুণ্ডু হামিরহাটি গ্রামের মনসুর আলীর ছেলে আক্তার (৪২) ও চাঁদপুর গ্রামের গফুর আলির ছেলে আবু তালেব (৩০)।
ডব্লিউএস/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন