• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

পীরগঞ্জের ঘটনায় ছাগল লুটকারী গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৯:১২ পিএম

পীরগঞ্জের ঘটনায় ছাগল লুটকারী গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় সোনা মিয়া (৪৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হামলার সময় ছাগল লুটের অভিযোগ রয়েছে। এ নিয়ে চার মামলায় গ্রেফতার হয়েছেন ৭১ জন।

 

রোববার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ঘ্যাগারতল এলাকায় অভিযান চালিয়ে সোনা মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি নিজে ঘটনার সময় লোকজন নিয়ে এসে ছাগল লুট করেছিলেন। বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা মিয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়ে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, ঘটনার সময় তিনি চার-পাঁচজনকে নিয়ে ছাগল লুট করেছিলেন। পরে সেগুলোকে তারা খেয়েছেন।

 

পীরগঞ্জের সহিংসতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের একটি মামলায় করা হয়েছে।

 

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ