• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা, পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০২:৫৮ এএম

গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গতা, পুলিশ প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গের সময় জনতার হাতে আটক হয়েছেন এএসআই তোফাজ্জল হোসেন (৩৮) শনিবার (৩০ অক্টোবর) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তোফাজ্জল হোসেন কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ধর্মপুর ছড়ারপাতা গ্রামে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়েন তোফাজ্জল হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই নারীর ভাশুরের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। কারণে মামলা করেন সৌদি প্রবাসীর স্ত্রী। মামলার তদন্তের সুবাদে অবাধে প্রবাসীর বাড়িতে যাওয়া-আসা করেন এএসআই তোফাজ্জল হোসেন। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোয়ালঘরে তোফাজ্জল হোসেন ওই নারীর সঙ্গে অন্তরঙ্গে লিপ্ত হয়। এমন সময় দৃশ্যটি দেখে ফেলেন স্থানীয়রা। এরপর তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

তবে ঘটনাটি অস্বীকার করেছেন ওই নারী। তিনি বলেন, অনেক আগে থেকে তোফাজ্জলের সঙ্গে আমার পরিচয় রয়েছে। কারণে শুক্রবার রাতে তাকে দাওয়াত করছিলাম। তার সঙ্গে ঘরে গল্প করার সময় গ্রামের মানুষ তাকে আটক করেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার বিকেলে এএসআই তোফাজ্জল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নূর/এম. জামান

আর্কাইভ