• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পাটুরিয়ায় ফেরি ডুবি : আর্থিক সাহায্য চায় ক্ষতিগ্রস্তরা

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০২:১৫ এএম

পাটুরিয়ায় ফেরি ডুবি : আর্থিক সাহায্য চায় ক্ষতিগ্রস্তরা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় পানিতে ডুবে যাওয়া ট্রাক কাভার্ডভ্যানের মালিক চালকেরা মানববন্ধন করেছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে পাটুরিয়া নম্বর ফেরিঘাটের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিক চালকেরা। মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত মালিক চালকেরা জানান, ‘আমাদের প্রায় সবারই ট্রাক কাভার্ডভ্যানগুলো ঋণ করে কেনা। -২টি বাদে প্রায় সব যানবাহনই পানি থেকে উদ্ধার করা হয়েছে। পানির নিচে প্রায় - দিন থাকার কারণে যানবাহনগুলোর অনেক ক্ষতি হয়েছে। এগুলো সারাতে ঠিক কত টাকা লাগবে তা আমরা বলতে পারছি না। কীভাবে এই গাড়িগুলো মেরামত করব, কীভাবে কিস্তি দিবো আর কীভাবেই বা সংসার চালাব তা আমরা ভেবে কূল পাচ্ছি না।

এ ছাড়া আমাদের যেসব গাড়ি উদ্ধার করা হয়েছে তা কখন বুঝিয়ে দিবে তা জানি না। কতজনকে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারে না। ফেরি ডুবির পর থেকে ঘাটেই পড়ে রয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন আমরা যারা ক্ষতির সম্মুখীন হয়েছি তাদেরকে যেন কর্তৃপক্ষ আর্থিক সাহায্য করে।

বিআইডব্লিউটিএ-এর আরিচা শাখার ডিজিএম জিল্লুর রহমান বলেন, ‘যানবাহনের বীমা করা থাকলে তারা সেভাবে সুযোগ-সুবিধা পাবে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়ে এখনও কিছু জানায়নি। তাই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।

নূর/এম. জামান

আর্কাইভ