• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পাটুরিয়ায় ফেরিডুবি : উদ্ধারে নেমেছে রুস্তম

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৬:২৭ পিএম

পাটুরিয়ায় ফেরিডুবি : উদ্ধারে নেমেছে রুস্তম

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে উদ্ধারকারী জাহাজ রুস্তম। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে শিমুলিয়া থেকে পাটুরিয়ায় পৌঁছায় রুস্তম।

এর পরই চার নম্বর ঘাটের ডাউন পকেটে নদীর তীরে রাখা ৩টি ট্রাক দুটি কাভার্ডভ্যানের মধ্যে একটি কাভার্ডভ্যানকে ফেরির পন্টুনে ওঠায় রুস্তম। পর্যায়ক্রমে তীরে থাকা যানবাহনগুলো পাড়ে ওঠানো হবে।

এদিকে, পাটুরিয়া ৫নং ঘাটের ভাটিতে থাকা একটি কাভার্ডভ্যানকে উদ্ধার করেছে হামজা। সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড বিআইডব্লিউটিএ ডুবুরি দল দুটি মোটরসাইকেল উদ্ধার করে।

ডুবে যাওয়া ফেরিতে থাকা আরেকটি কাভার্ডভ্যান উদ্ধার করা হলেই যানবাহন উদ্ধার অভিযান সমাপ্ত হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর উদ্ধার অভিযানের প্রধান ফজলুর রহমান।

তিনি জানান, এ পর্যন্ত তিনটি মোটরসাইকেল, ৬টি ট্রাক ৭টি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ