• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাগুরায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৮ জনকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১, ০৭:৪১ এএম

মাগুরায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৮ জনকে সাময়িক বহিষ্কার

মাগুরা প্রতিনিধি

মাগুরার সদর উপজেলায় দলীয় সিদ্ধান্ত না মেনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নির্বাচনে ৬টি ইউনিয়ন থেকে প্রার্থী হন তারা।

শুক্রবার (২৯ অক্টোবর) এক প্রজ্ঞাপনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বহিষ্কারাদেশ দেন।

বহিষ্কৃতরা হলেন- ২নং আঠারো খাদা ইউনিয়নের মোঃ বেনজির আহমেদ, ৩নং কছুন্দি ইউনিয়নের মোঃ বাকি বিল্লাহ সান্টু, ৭নং মঘী ইউনিয়নের মোঃ মিজানুর রহমান রন্জু, ৮নং জগদল ইউনিয়নের মোঃ জাহিদুল ইসলাম জাহিদ মোঃ জাহাঙ্গীর হোসেন, ১১নং বেরইল পলিতা ইউনিয়নের মোঃ এনামুল হক রাজা এবং ১২নং কুঁচিয়া মুড়া মোঃ টিপু সুলতান মোঃ মিলন হোসেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যারা দলীয় প্রার্থী নৌকা মার্কার বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করবেন সেটা প্রমাণিত হলে তাদেরকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হবে।

সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উল্লেখিত প্রার্থীরা দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। কিন্তু দল থেকে তারা মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো।

 

ইফাত

আর্কাইভ