• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

‘রোজিনা’র গ্রেফতারের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৪:৫৮ পিএম

‘রোজিনা’র গ্রেফতারের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ অব্যাহত

দেশজুড়ে ডেস্ক

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাংবাদিকেরা। দ্বিতীয় দিনের মতো চলছে এই কর্মসূচি।

জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। সেখানে তাকে ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন রোজিনা। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে।

সেই মামলায় মঙ্গলবার (১৮ মে) রোজিনাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলেও বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই অনুযায়ী বুধবার (১৯ মে) সকালে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের সব জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। আজও (বুধবার) দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সিটি

নিউজ ঢাকার প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-

বান্দরবান : অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ মে) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে জেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলে এ কর্মসূচি। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক সাদত উল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মারমা, কৌসিক দাসগুপ্ত।

মানববন্ধনে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন, হয়রানি, হামলা, মামলা বন্ধের দাবি জানান জেলার সাংবাদিক নেতারা।

গোপালগঞ্জ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। বুধবার (১৯ মে) সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি, স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন সাংবাদিক নেতারা।

বক্তারা দাবি করেন, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগ হলো স্বাস্থ্য খাত। সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরে নির্যাতন করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ঝালকাঠি : অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধুসভা, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, মানব কল্যাণ সোসাইটি, ‘৭১-এর চেতনা, প্রতিবাদী নাগরিক মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোজিনাকে মুক্তি ও মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়া : সচিবালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সাংবাদিকেরা। বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা ২৪ ঘণ্টার মধ্যে রোজিনাকে মুক্তি দেয়ার দাবি জানান।

সাভার ও ধামরাই : দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাভার ও ধামরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাভার প্রেস ক্লাবে কলম বিরতির মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। পরে সাভার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা জেলা ও সাভার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ রোজিনার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অন্যদিকে ঢাকার ধামরাইয়েও সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বুধবার বেলা ১১টায় ধামরাই প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রোজিনার মুক্তি ও তার নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

রাজবাড়ী : সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্তাকারীদের বিচারের দাবিতে রাজবাড়ীতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রাজবাড়ী জেলা প্রেস ক্লাব, রাজবাড়ী প্রেস ক্লাব, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন অংশগ্রহণ করে।

নরসিংদী : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। বুধবার (১৯ মে) বেলা ১১টার দিকে শহরের উপজেলা মোড়ের প্রেস ক্লাবের সামনে নরসিংদীর সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি অংশ নেন।

পঞ্চগড় : রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি চেয়ে এবং হেনস্তাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে শহরের শেরেবাংলা চত্বর সংলগ্ন পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করে পঞ্চগড় জেলা প্রেস ক্লাব।

দিনাজপুর : প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যরা। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলসহ সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হামলাকারীদের বিচারের দাবি করেন।

ভোলা : সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হেনস্তার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে ভোলায় মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকালে জেলা প্রেস ক্লাবের সামনে ভোলা প্রেস ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন।

কিশোরগঞ্জ : রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জের সাংবাদিকেরা। বুধবার (১৯ মে) সকাল ১০টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন কর্মসূচি করা হয়। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি ও কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

গাজীপুর : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে গাজীপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

মাদারীপুর : রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মাদারীপুরে কর্মরত সাংবাদিকেরা। বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় ‌শহরের পৌর ঈদগা মাঠের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পাবনা : লাগাতার তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে অর্থাৎ বুধবার (১৯ মে) দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন পাবনার সাংবাদিকেরা। রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে নির্যাতন ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। এ সময় তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারসহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।

কুড়িগ্রাম : সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ : প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা, তার বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকেরা মানববন্ধন করেছেন।

বুধবার (১৯ মে) নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নাবেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী জাবেদ মান্নার পরিচালনায় নবীগঞ্জ ট্রাফিক পয়েন্ট মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মামলা প্রত্যাহার, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্তায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

মানিকগঞ্জ : অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা। বুধবার (১৯ মে) বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।

পিরোজপুর : সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা ও তার নামে মিথ্যা মামলার প্রতিবাদে পিরোজপুরে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৯ মে) বেলা ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউন হলের সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এ ছাড়া এদিন সকাল ১০টায় শহরের গোপালকৃষ্ণ টাউন হলের সামনে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। 

চাঁদপুর : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ মে) বেলা ১১টায় চাঁদপুর শহরের শপথ চত্বরে এ মানববন্ধন করা হয়। 

শেরপু‌র : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম‌কে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে শেরপুরে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার (১৯ মে) দুপু‌রে শেরপুর প্রেস ক্লাবের আ‌য়োজ‌নে ক্লা‌বের সাম‌নে ঘণ্টাব্যা‌পী এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

নড়াইল : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে নড়াইল প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  

এএএম/ডব্লিউএস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ