• ঢাকা শনিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

বাংলাদেশ সাম্প্রাদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না : আইনমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৯:৩৩ পিএম

বাংলাদেশ সাম্প্রাদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না : আইনমন্ত্রী

বাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বাংলাদেশে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

আইনমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ব্যাপারে কমিশন গঠন বিষয়ে আলোচনা করা হবে। এগুলো সাম্প্রদায়িক হামলা নয়, পরিকল্পিত হামলা।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের দেওয়া দু'টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। বিকেলে আরেক অনুষ্ঠানে কসবা হাসপাতালকে আরেকটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে।

এস/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ