প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৯:৩৪ পিএম
ভয়াবহ অগ্নিকাণ্ডে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় ইটভাটা সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এতে অন্তত ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকান ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে থাকা ১২টি দোকানঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একটি দোকানের একাংশ রক্ষা করতে সক্ষম হন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৪০ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
ক্ষতিগ্রস্ত দোকানি আকতার আলী ও আলমগীর হোসেন বলেন, আমাদের দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদার আব্দুস সামাদ বলেন, ভূরুঙ্গামারীতে ফায়ার স্টেশন না থাকায় বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইমন মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাজারটির সবগুলো দোকান পুড়ে গেছে। আমরা পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হই। তবে অগ্নিকাণ্ডের শিকার একটি দোকানের একাংশ রক্ষা করতে পেরেছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা বলেন, সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘরগুলো পরিদর্শন করেছি। দোকানগুলোতে থাকা দামি আসবাব, ইলেকট্রনিক জিনিসপত্রসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আপাতত ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছি। তারা নির্ধারিত ফরমে আবেদন করলে পরবর্তীতে বরাদ্দ এলে সহায়তা দেওয়া হবে।
টিআর/এম. জামান