• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

নোয়াখালীর লক্ষাধিক মানুষ পাবেন গণটিকার দ্বিতীয় ডোজ

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৮:১৩ পিএম

নোয়াখালীর লক্ষাধিক মানুষ পাবেন গণটিকার দ্বিতীয় ডোজ

নোয়াখালী প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। সারা দেশের মতো নোয়াখালীতেও চলছে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম।

জেলার ২টি পৌরসভা ৯টি উপজেলার ২১টি ইউনিয়নে চলছে টিকার কার্যক্রম। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিন টিকা গ্রহণে কেউ বাকি থাকলে আগামী শনিবার তাদের টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৭-২৮ সেপ্টেম্বর সিনোফার্ম টিকার যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদের টিকা কার্ডের ভিত্তিতে দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে। নোয়াখালী চৌমুহনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের ১৮টি বুথ এবং ৯১টি ইউনিয়নের ২৭৬টি বুথে একযোগে চলে গণটিকার কার্যক্রম। সব মিলিয়ে এক লাখ ৩৭ হাজার লোককে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, মানুষের ব্যাপক ভিড় রয়েছে। ৯টা থেকে টিকা প্রদান শুরু হলেও সকাল ৮টা থেকে কেন্দ্রে আসতে শুরু করে লোকজন। টিকা কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি বেশি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সফলভাবে প্রথম ডোজ টিকা গ্রণের পর কোনো প্রকার ঝামেলা ছাড়া দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে পারায় খুশি লোকজন।

সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, উপজেলা পর্যায়ে ইউনিয়নগুলোর ১ নং ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চলছে। জেলায় ১৮২ জন স্বাস্থ্যকর্মী মোট ৯৯টি কেন্দ্রে বুথগুলোতে কাজ করেছেন। ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ রয়েছে।

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ