• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

৩ ঘণ্টা চেষ্টার পর একটি কাভার্ডভ্যান উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৬:৩০ পিএম

৩ ঘণ্টা চেষ্টার পর একটি কাভার্ডভ্যান উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

তিন ঘণ্টা চেষ্টার পর পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি শাহ আমানত থেকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা এটিকে উদ্ধার করে। সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড বিআইডব্লিউটিএ সদস্যরা উদ্ধার অভিযানে নামে।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উদ্ধার কাজ বন্ধ রাখে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক আব্দুল লতিফ জানান, ‘বুধবার চারটি ট্রাক একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। অপরদিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সন্ধ্যার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কিছু যানবাহন নিয়ে ডুবে যায় ফেরি শাহ আমানত।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ