• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নাটোরে দ্বিতীয় দফা গণটিকা কার্যক্রম শুরু

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৬:১৫ পিএম

নাটোরে দ্বিতীয় দফা গণটিকা কার্যক্রম শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরে দ্বিতীয় দফায় উৎসবমুখর পরিবেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। কার্যক্রমটি পরিদর্শন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।

সময় তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জনপ্রতিনিধি টিকা গ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং টিকা প্রদানকারী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী এবং কেন্দ্রের স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশ যুব রেড ক্রিসেন্ট কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ ছাড়াও সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) টিকাদান কেন্দ্রে মনিটরিং করছেন। উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি অনুসরণকরে টিকাদান কার্যক্রম চলছে।

জানা যায়, নাটোর জেলার ৫২টি ইউনিয়নে ৭৮ হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর এই টিকাদান কার্যক্রমের প্রথম পর্যায় সম্পন্ন হয়।

নূর/এএমকে

আর্কাইভ