প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৫:১২ পিএম
রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)
শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আদনান সাকিব রাব্বি (২৫)। তিনি
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।
এ ছাড়া তিনি ছিলেন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
শাহবাগ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, বুধবার (২৭ অক্টোবর) সাকিবের নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ
ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী নুসরাত আফরিন। পরে আমরা সাকিবের ফোন নম্বর ট্র্যাক
করে তার লোকেশন পাই সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলে। সেখানে গিয়ে
রেজিস্ট্রেশন খাতায় তার নাম দেখা যায়।
পরে হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো
অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ দেখা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই জানান, ওই রুমে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা
ছিল—‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাকিব আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই পলাশ সাহা।