
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:৩১ পিএম
চীনা সরকারের উপহার হিসেবে ঘোষিত ১০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতালটি নীলফামারী সদরে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের ছাত্র-জনতা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জামায়তের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, শহর শাখার সেক্রেটারী অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, কর্ম পরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পায়েলুজ্জামান রক্সি, জেলা কৃষক দলের সদস্য সচিব অলিউর রহমান হেলাল, নাগরিক কমিটির অন্যতম প্রতিনিধি আকতারুজ্জামান খান প্রমুখ।
স্বাস্থ্য মন্ত্রনালয় কতৃক নীলফামারী, রংপুর ও দিনাজপুরের মাঝামাঝি অঞ্চলের সম্ভব্য স্থান বিবেচনায় রয়েছে। বক্তারা বলেন, নীলফামারী সদরে দারোয়ানী সুতাকল এলাকায় ৫৩ একর সরকারি খাস জমি রয়েছে। জায়গাটি দীর্ঘদিন ধরে পড়ে আছে, সরকারের কাজে আসছে না। তাই এখানে ১০০০ শয্যার হাসপাতালটি স্থাপনের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, দেশের ভৌগলিক অবস্থানের দিক থেকেও জেলা সদর অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত। এখানে রয়েছে রেলওয়ে স্টেশন, সৈয়দপুর বিমান বন্দর, উত্তরা ইপিজেড, রেলওয়ে কারখানা ও চিলাহাটি স্থল বন্দর। এছাড়াও বাংলাদেশ ভারত, ভূটান, শ্রীলঙ্কা ও নেপাল ও মালদ্বীপ যাতায়তে ব্যাপক সুবিধা রয়েছে। সেখানকার বাসিন্দারাও অতি সহজে চিকিৎসাসেবা নিতে পারবে বলে মনে করেন তাঁরা।