• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সারা দেশে বজ্রপাতে নিহত ১৬, আহত ১০

প্রকাশিত: মে ১৮, ২০২১, ১০:৪৫ পিএম

সারা দেশে বজ্রপাতে নিহত ১৬, আহত ১০

দেশজুড়ে ডেস্ক

সারা দেশে বজ্রপাতে নিহত হয়েছেন ১৬ জন। এ সময় বজ্রাঘাতে আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার (১৮ মে) নেত্রকোনা, মানিকগঞ্জ, ফরিদপুর ও কুমিল্লায় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। 

সারা দেশ থেকে সিটি নিউজ ঢাকার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

নেত্রকোনা : নেত্রকোনায় বজ্রপাতে দুই কৃষকসহ ৯ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আটজন। মঙ্গলবার (১৮ মে) জেলার পৃথক তিন উপজেলায় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটি গ্রামের বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের অছেক মিয়া (৩২), বিপুল মিয়া (২৮), গাজীপুর ইউনিয়নের বাতুয়াইল গ্রামের মনির হোসেন (৩০) ও মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের হাফেজ মোহাম্মদ শরীফ (১৮) এবং মাওলানা আতাবুর রহমান (২১), খালিয়াজুরীর লেপশিয়া এলাকায় সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী ট্রলারে বাচন মিয়া (২২) এবং পূর্বধলার পাটলী গ্রামে স্কুলছাত্র জুনায়েদ (১১)।

কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ, খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান ও মদন থানার ওসি ফেরদৌস আলম ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। 

ফরিদপুর : জেলায় বজ্রপাতে নারীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লা ডাঙ্গী, সদর উপজেলার নর্থ চ্যানেল ও মধুখালী উপজেলার চাদপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোল্লাডাঙ্গী গ্রামের বাসিন্দা কৃষক কাবুল শেখের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), ফরিদপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার গোপাল মোল্লার ছেলে কৃষক কবির মোল্লা (৪৮), উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কৃষক দুলাল খান (৫৮), মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের চানপুর গ্রামের নবিন শেখের ছেলে কৃষক কবির শেখ (৪১)। 

মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার পৌলী ও গিলন্ড গ্রামে পৃথক বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন।

নিহতরা হলেন- জেলার ঘিওর উপজেলার দিনমজুর আজমত আলী (৫০) ও সদর উপজেলা গিলন্ড গ্রামের স্কুল ছাত্র আসিফ মোল্লা (১৪)। 

কুমিল্লা : কুমিল্লার হোমনায় ফসলের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মোমেন (৩২) চান্দেরচর ইউনিয়নের সীতারামপুর গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। 

ডব্লিউএস/এম. জামান
আর্কাইভ