• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

চাটখিলে সাত দিন পর চুরি হওয়া শিশু উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৭:১৫ এএম

চাটখিলে সাত দিন পর চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালির চাটখিল উপজেলায় চুরি হওয়া সেই শিশু মরিয়মকে () সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত নারী মুন্নি আক্তারকে (২৩) গ্রেফতার করা হয়েছে। মুন্নী লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা মুসফিকের মেয়ে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার উছাখালী ইউনিয়নের ঝাউগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।   

পুলিশ জানায়, শিশু মরিয়মের মা-বাবা চাটখিল পৌরসভার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। মরিয়মের মা রোমানা বেগম অন্যের বাড়িতে কাজ করে। গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার পূর্বে নিজের শিশু সন্তানকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যান। সুযোগে মুন্নি আক্তার তার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। কিন্তু দুপুরের দিকে কাজ শেষ করে ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। পরে ভুক্তভোগী শিশুর বাবা ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধার করে এবং অভিুযুক্ত নারীকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত নারীকে বুধবার (২৭ অক্টোবর) সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ইফাত

আর্কাইভ