• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

রোহিঙ্গা শিবিরে ৬ খুনের ঘটনায় আটক আরও ৪

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১২:৫৬ এএম

রোহিঙ্গা শিবিরে ৬ খুনের ঘটনায় আটক আরও ৪

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় সন্ত্রাসীদের গুলি ছুরিকাঘাতে  জন খুনের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

আটককৃতরা হলো- শফিউল আলম, মোহাম্মদ হাসিম, ফরিদ জাহেদ হোসেন। তারা কক্সবাজারের উখিয়ার থ্যাংখালীর বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

গত ২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ। এতে ঘটনাস্থলে তিনজন পরে হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। মূলত প্রত্যাবাসনবিরোধীরা মাদরাসার নিয়ন্ত্রণ নিতে না পেরে হত্যাযজ্ঞ চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পরে গত ২৪ অক্টোবর জন খুনের ঘটনায় ২৫ জনকে আসামি আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। মামলায় এজাহারনামীয় জনসহ পর্যন্ত ১৪ আসামি গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

নূর/ডাকুয়া

আর্কাইভ