প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১২:৫৬ এএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় সন্ত্রাসীদের
গুলি ও ছুরিকাঘাতে ৬ জন খুনের ঘটনায়
আরও চারজনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
মঙ্গলবার
(২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ
ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার
খান।
আটককৃতরা
হলো- শফিউল আলম, মোহাম্মদ হাসিম,
ফরিদ ও জাহেদ হোসেন।
তারা কক্সবাজারের উখিয়ার থ্যাংখালীর বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
গত
২২ অক্টোবর ভোরে উখিয়ার ১৮
নম্বর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা
আল-ইসলামীয়া মাদরাসায় গুলিবর্ষণ এবং ধারালো অস্ত্র
নিয়ে হামলা চালায় একটি সশস্ত্র গ্রুপ।
এতে ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে
তিনজনের মৃত্যু হয়। মূলত প্রত্যাবাসনবিরোধীরা মাদরাসার নিয়ন্ত্রণ নিতে না পেরে
এ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে ধারণা করছে
পুলিশ।
পরে
গত ২৪ অক্টোবর ৬
জন খুনের ঘটনায় ২৫ জনকে আসামি
ও আরও ২৫০ জনকে
অজ্ঞাত আসামি করে মামলা করা
হয়। এ মামলায় এজাহারনামীয়
৫ জনসহ এ পর্যন্ত
১৪ আসামি গ্রেফতার করেছে ৮ আমর্ড পুলিশ
ব্যাটালিয়নের সদস্যরা।
নূর/ডাকুয়া