• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

পীরগঞ্জে সহিংসতা, গ্রেফতার আরও ৩

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১১:৪৫ পিএম

পীরগঞ্জে সহিংসতা, গ্রেফতার আরও ৩

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ার হিন্দুপল্লীতে অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন-আশিকুর রহমান, পলাশ শাফিকুর রহমান।

ওসি জানান, সোমবার (২৫ অক্টোবর) রাতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় একজনের কাছ থেকে মাঝিপাড়ায় লুট হওয়া একটি মাছ ধরা জাল জব্দ করা হয়েছে। পীরগঞ্জের সহিংসতায় মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ঘটনায় গ্রেফতার আসামিদের মধ্যে এখন পর্যন্ত ৫০ জনকে রিমান্ডে পাওয়া গেছে। সহিংসতার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হচ্ছে।

গত ১৮ অক্টোবর ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা চালিয়ে লুটপাট আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনায় অন্তত ২৩টি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৬০টি পরিবার।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ