• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নোয়াখালীতে মন্দিরে হামলা, ৩ জনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ১০:১৮ পিএম

নোয়াখালীতে মন্দিরে হামলা, ৩ জনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন মন্দিরে হামলা সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃত আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হচ্ছেন- আলী আজগর, নুরুল ইসলাম সুমন নুরুল ইসলাম জীবন।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতারকৃত ১০ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বেগমগঞ্জ থানায় দায়ের করা ১৯নং মামলায় শুনানি শেষে তিন আসামির ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন  বিচারক। রিমান্ড মঞ্জুর শেষে তাদের বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মন্দিরে সহিংসতার ঘটনায় দায়ের করা ২৬টি মামলায় পর্যন্ত ২০১ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৯০ জন বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য, ভিডিও চিত্র এবং গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে আরও ১১১ জনকে গ্রেফতার করা হয়েছে। সহিংসতাকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ