প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৯:৩৬ পিএম
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের
শিমুলিয়া নৌরুটে পদ্মায় তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে ১৫ দিন বন্ধ
থাকার পর আবারও পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল
সাড়ে ১০টার দিকে শিমুলিয়া রোরো ফেরিঘাট থেকে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ, বাংলাদেশ
সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধি ও পরিদর্শক দল ও ৩১টি হালকা যান নিয়ে
বাংলাবাজারের উদ্দেশ্যে কুঞ্জলতা নামে একটি ফেরি ছেড়ে আসে। বেলা সোয়া ১১টার দিকে ১৪
ও ১৫ নম্বর পিলারের মধ্য দিয়ে নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করে বাংলাবাজারের দিকে
অগ্রসর হয়ে ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌঁছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন
করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বিষয়টি সিটি
নিউজ ঢাকাকে নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, পরীক্ষামূলক
ফেরিটি দুপুর পৌনে ১২টার দিকে সাতটি ব্যক্তিগত গাড়ি ও ২৪টি মোটরসাইকেল নিয়ে আমাদের
এই ঘাটে পৌঁছে, আবার সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাটের দিকে রওনা হয়েছে। যদি সফলভাবে
চলাচল করতে পারে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক ফেরি চলতে পারবে।
এর আগে গত ১১ অক্টোবর নদীতে
তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল।
নূর/এএমকে/ডাকুয়া