• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ৮৮৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৩:১১ এএম

গাইবান্ধায় ৮৮৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে র‌্যাব। একই সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃত মাদক কারবারির নাম ইফতে খায়রুল ইসলাম (৪৪)। 

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। আটককৃত ইফতে খায়রুল ইসলাম দিনাজপুর জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল  গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি করা হয়। এ সময় ৮ হাজার ৮৭০ পিস  ইয়াবা ট্যাবলেট  ও  মাদক  পরিবহনের দায়ে একটি মোটরসাইকেলসহ ইফতে খায়রুল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত খায়রুল বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার সঙ্গে জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত খাইরুলের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।

এস/ডাকুয়া

আর্কাইভ