• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মন্দিরে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৯:২১ পিএম

মন্দিরে হামলার ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চৌমুহনীসহ বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে হামলায় ঘটনায় এবং কুমিল্লার ঘটনায় উসকানিমূলক বক্তব্যসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেনবেগমগঞ্জের ফয়সাল ইনাম কমল, আলাউদ্দিন, ফজলুর করিম সুজন, মিন্টু, আবদুল বাকি শামীম, সেনবাগের মো. হারুনুর রশিদ, সদর উপজেলার মো. রায়হান, ফয়সাল বারী চৌধুরী, বেলায়েত হোসেন, চাটখিলের পারভেজ হোসেন ও সোনাইমুড়ির আবদুল বারেক।

এর মধ্যে ফয়সাল ইনাম কমল কুমিল্লার ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াসহ সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্টও দেন এবং সেটি বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া অপর আসামিদের সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম তার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, কুমিল্লার ঘটনায় নোয়াখালীতে যারা সহিংসতা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এএমকে/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ