• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিকারির হাত থেকে রক্ষা পেল শতাধিক বক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৭:৫৯ পিএম

শিকারির হাত থেকে রক্ষা পেল শতাধিক বক

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে শিকারিদের হাত থেকে রক্ষা পেল প্রায় শতাধিক বক। পরে বকগুলো অবমুক্ত করা হয়। সোমবার (২৫ অক্টোবর) ভোরে গুরুদাসপুরের চলনবিল এলাকার বিলশা ব্রাহ্মণবাড়িয়া মাঠে গণমাধ্যমকর্মী নাজমুল হাসান মেহেদী হাসান তানিম অভিযান চালিয়ে শিকারির ফাঁদ থেকে শতাধিক বক পাখি উদ্ধার করেন।

সময় তাদের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যান। পরে গুরুদাসপুর পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল বারী আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মোল্লা বকগুলো অবমুক্ত করা করেন। পাখি উদ্ধারের পর ফাঁদগুলো ধ্বংস করা হয়।

নাজমুল হাসান বলেন, পুরো উপজেলায় চলছে পাখি শিকারের মহাউৎসব। উপজেলার প্রতিটি মাঠে অবাধে নানা প্রজাতির পাখি শিকার চলছে।

পৌর মেয়র মোশাহনেওয়াজ আলী মোল্লা জানান, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যক্তি পাখি শিকার করছে তাদের আইনের আওতায় আনতে হবে।

নূর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ