• ঢাকা বৃহস্পতিবার
    ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

পীরগঞ্জ হামলা : গ্রেফতার সৈকত ছিল ছাত্রলীগ নেতা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১০:৫৪ পিএম

পীরগঞ্জ হামলা : গ্রেফতার সৈকত ছিল ছাত্রলীগ নেতা

রংপুর ব্যুরো

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সব কিছু আগুনে পুড়ে যায়। সব মিলিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয় অন্তত ৫০টি বাড়িতে। এতে নিঃস্ব হয়ে যায় অনেক পরিবার।

 

এ ঘটনায় পীরগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে করা তিনটি মামলায় এ পর্যন্ত ৫৩ জন গ্রেফতার করা হয়েছে। এ দিকে শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী থেকে ঘটনার অন্যতম হোতা সৈকত মণ্ডল ও সহযোগী রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

এর মধ্য দিয়ে উঠে আসে সৈকত মণ্ডলের আসল পরিচয়। তিনি কারমাইকেল কলেজ ছাত্রলীগের দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন। তবে র‍্যাবের হাতে গ্রেফতারের আগেই সৈকতকে ছাত্রলীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে কারমাইকেল কলেজ  ছাত্রলীগ।

 

কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান সিজার সিটি নিউজকে জানান, গত ১৮ অক্টোবর মাঝিপাড়ায় ঘটনায় সরাসরি অংশ নেওয়ার প্রমাণ পাওয়ায় দর্শন বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় কারমাইকেল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তানজিরুল ইসলামকেও বহিষ্কার করে ছাত্রলীগ।

 

দর্শন বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র সৈকত মণ্ডল আগে থেকেই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন। আগেও তার ফেসবুক থেকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় সহপাঠীরা ক্ষুব্ধ ছিল বলে জানা গেছে।

 

এ দিকে র‌্যাব সদর দফতরে আয়োজিত ব্রিফিংয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে রংপুরে পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে দুর্বত্তরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। ওই ঘটনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে রংপুরে পীরগঞ্জ থানায় তিনটি মামলা হয়।

 

তিনি আরও বলেন, মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাব-১৩ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে। গ্রেফতারদের তথ্যে হামলায় নেতৃত্ব দেওয়া ও ঘটনা সংঘটিত করার সংশ্লিষ্টতা সম্পর্কে জানা যায়। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় র‍্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল শুক্রবার (২২ অক্টোবর) রাতে টঙ্গী এলাকা থেকে রংপুরের পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের অন্যতম হোতা সৈকত মণ্ডল (২৪) ও রবিউল ইসলামকে (৩৬) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পীরগঞ্জে ঘটনায় তারা সংশ্লিষ্টতার তথ্য দিয়েছে।

 

টিআর/এম. জামান

আর্কাইভ