• ঢাকা মঙ্গলবার
    ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

পূজামণ্ডপে কোরআন : ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৮:০১ পিএম

পূজামণ্ডপে কোরআন : ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে

দেশজুড়ে ডেস্ক

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় অভিযুক্ত মো. ইকবাল হোসেনসহ চারজনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপা আদেশ দেন।

ইকবাল হোসেন ছাড়া অন্য আসামিরা হলেন- জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করা ইকরাম, দারোগা বাড়ির মাজারের অস্থায়ী খাদেম ফয়সাল হুমায়ন কবীর।

এর আগে শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায়। পরে আদালত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার বিকেলে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন গ্রেফতার ইকবাল হোসেন। পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত দলের জিজ্ঞাসাবাদে কেন কার নির্দেশে সে কাজটি করেছে বিষয়েও তথ্য দিয়েছেন ইকবাল।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির জানান, যেহেতু এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে সেহেতু তারা কাদের প্ররোচনায় এমন কাজ করেছে তা এখনও স্পষ্ট জানা যাচ্ছে না। ধর্মীয় অনুভূতি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে আরও কোনো তথ্য বের হয়ে এলে অথবা অন্য ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকলে তাদের নামে মামলা করা হবে।

নূর/এম. জামান

আর্কাইভ