• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিরাজগঞ্জ মহাসড়কে মানুষের ভিড়

প্রকাশিত: মে ১৮, ২০২১, ১২:৩৬ পিএম

সিরাজগঞ্জ মহাসড়কে মানুষের ভিড়

সিরাজগঞ্জ প্রতিনিধি

 ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। এতে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে মানুষের ভিড় বেড়েছে। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। আজ মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডা থেকে মাইক্রোবাস, পিকআপ, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে ঢাকামুখে রওনা হয়েছে যাত্রীরা। এতে তাদেরকে নির্দিষ্ট ভাড়ার চেয়ে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বরে ছিল ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। উত্তরের জেলাগুলো থেকে ভেঙে ভেঙে এই দুই স্থানে আসছেন ঢাকামুখীরা। এখানে এসেও যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন তারা। যাত্রীরা মানছেন না কোনো স্বাস্থ্যবিধি। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা বাড়ছে।

এ দিকে মঙ্গলবার ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রায় শতাধিক যাত্রীবোঝাই বাস সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখীতে আটকে দিয়েছে পুলিশ। এতে করে কাজিপুর থেকে ধুনট হয়ে শেরপুর বগুড়ার দিকে অন্য কোনো যানবাহন ঢুকতে পারছে না। 

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহাজাহান আলী বলেন, 'মহাসড়কে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী দূরপাল্লার বাস চলতে দেয়া হচ্ছে না। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।'

এএএম/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ