প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১২:১৬ এএম
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (২২ অক্টোবর) বিকেল ৪টার পর শাহবাগ মোড়ের রাস্তায় বসে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানায় তারা।
এ দিকে প্রতিবাদ সমাবেশের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে দুপুর ১২টার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন শাহবাগ মোড়ে এসে প্রতিবাদ করতে থাকে। কিন্তু বিকেল ৪টার পর তারা রাস্তা অবরোধ করে বসে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, তাদের সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রেখেছেন।
এ দিকে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কের উভয় পাশে যানবাহন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। কাঁটাবন, ফার্মগেট, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ, বেইলি রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে। যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
টিআর/এম. জামান