• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৩:১০ পিএম

খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে রাজধানীতে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপাতত সকল মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। আগামী নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে পছন্দমত ভোট দিতে পারলেই তা হবে অন্তর্ভূক্তিমূলক নির্বাচন।’

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া প্রশ্নে মো. আসাদুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের অংশ নেওয়া না নেয়া মূখ্য নয়।’

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসনকে ২০১৮ সালে সাজা দেওয়া হয়। দুই বছর কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি। এর পর কয়েক দফা তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করে মুক্তি দেন তাঁকে। তিনি এখন বাসাতেই আছেন। শিগগিরই চিকিৎসার জন্য তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে।

আর্কাইভ