প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৫:৪৯ পিএম
কুমিল্লার ঘটনার জেরে
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পূজামণ্ডপ, মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর ভাঙচুর এবং সংঘর্ষে দুইজন নিহত হয়। এসব
ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবির পরিপ্রেক্ষিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার করা হয়েছে।
তার স্থলে মীর জাহেদুল হক রনিকে পদায়ন করা হয়েছে। কামরুজ্জামানকে শিল্প পুলিশে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
এর আগে, কামরুজ্জামান সিকদারকে বদলির অনুমতির জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়। ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার কারণে বর্তমানে বেগমগঞ্জ থানা নির্বাচন কমিশনের অধীনে রয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, 'বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদারকে প্রত্যাহার করে শিল্প পুলিশে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে মীর জাহেদুল হক রনিকে বেগমগঞ্জে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।'
জেডআই/এম. জামান