• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

পীরগঞ্জের ঘটনায় ৩৭ আসামি তিন দিনের রিমান্ডে

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১১:০৬ পিএম

পীরগঞ্জের ঘটনায় ৩৭ আসামি তিন দিনের রিমান্ডে

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় অগ্নিসংযোগ, হামলা লুটপাটের ঘটনায় পুলিশের করা মামলায় ৩৭ আসামি তিন দিনের রিমান্ডে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) শহিদুর রহমান বলেন, পীরগঞ্জের ঘটনায় ৩৮ আসামিকে আদালতে তোলা হয় এবং আসামিদের সাত দিনের রিমান্ডে পেতে আবেদন করে পুলিশ। সেই সঙ্গে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদনও করেন।

এসময় ৩৭ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর ১৮ বছরের কম বয়স হওয়ায় এক আসামিকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত রোববার রাতে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ২৮টি বাড়িঘরে হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় অনেকে। ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ