নরসিংদী প্রতিনিধি
আধিপত্যকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে প্রায় সময়ই লেগে থাকে সংঘর্ষ। এমনই এক সংঘর্ষে ইয়াসিন (১৩) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন ।
সোমবার (১৭ মে) সন্ধ্যায় চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন মিয়া ওই গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলমের সঙ্গে সাবেক সদস্য ফজলুল হকের ছেলে শাহ আলমের বিরোধ চলে আসছিল। পুরনো বিরোধের জের ধরেই সন্ধ্যায় দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইয়াসিন মিয়া নামে এক কিশোর। পরে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিন ফজলুল হকের ছেলে শাহ আলম পক্ষের বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহতদের উপজেলা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
টিআর/এম. জামান
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন