• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পীরগঞ্জের ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৯:৫৫ পিএম

পীরগঞ্জের ঘটনায় আরও ১১ জন গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা মামলায় আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি- সার্কেল) কামরুজ্জামান।

তিনি জানান, মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে পীরগঞ্জের ঘটনায় আটক ৪২ জন আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের মানবাধিকার কমিশন ও জেলা প্রশাসনের আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টিআর/এম. জামান

আর্কাইভ