• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তরুণরা

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৬:৫০ পিএম

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে প্রার্থী হচ্ছেন তরুণরা

মঈনুদ্দীন তালুকদার হিমেল, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এবার তফসিল ঘোষণার পর থেকে ইউপি নির্বাচনে প্রার্থিতার জন্যে প্রস্তুত হতে দেখা যাচ্ছে তরুণদের। এমনকি সম্ভাব্যের তালিকায় এগিয়ে আছেন এই তরুণরাই। এ সকল প্রার্থীদের বয়স ২৭ থেকে ৩৩-এর মাঝে।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলে রয়েছে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়ন। গত ১৪ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই উপজেলাজুড়ে শুরু হয় নির্বাচনী আমেজ।

বুধবার (২০ অক্টোবর) বালিয়াডাঙ্গী নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যমতে, উপজেলার ৮ ইউপিতে ৯ জন তরুণ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই তরুণদের প্রার্থী হতে উৎসাহী করছেন ভোটাররা।

উপজেলার চড়াল ইউনিয়নে দেখা যায়, সেখানে মোসারফ হোসেন নামের এক তরুণ নিজের প্রার্থী হওয়ার বিষয়ে এলাকায় ঘোষণা দিয়েছেন। মোসারফ নিজের তারুণ্যের মাধ্যমে এলাকার তরুণদের সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করেন।

তিনি জানান, আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা জানানোর পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে তরুণরা আমার সঙ্গে মিলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছে। আশা করি এলাকার সকল তরুণ ও প্রবীণের সহায়তায় এবার আমি চেয়ারম্যান নির্বাচিত হব।

উপজেলার ধনতলা ইউনিয়নের তরুণ প্রার্থী দুলাল রব্বানীকেও দেখা যাচ্ছে দলীয় নৌকা প্রতীক পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে এবার নির্বাচনে কাজ করাকে চান। এছাড়া বড়বাড়ি ইউপি থেকে মমিনুল ইসলাম সুমন, পলাশবাড়ী ইউনিয়ন থেকে গোলাম রব্বানীসহ বাকিরাও নিজ প্রার্থিতায় চেয়ারম্যান হতে আত্মবিশ্বাসী।

তরুণদের প্রার্থী হওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়ে প্রবীণ রাজনীতিবিদ মনসুর আলী জানান, এরা তারুণ্যকে কাজে লাগিয়ে তার ইউনিয়নকে আরও এগিয়ে নেওয়ার কাজ করতে পারবে। এলাকার তরুণ উদ্যোগতা সৃষ্টি ও মেধা যাচাইয়ে বিশেষ ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, একজন তরুণ প্রতিনিধি পাওয়াটা সেই এলাকার যুব সমাজের জন্যে একটা বাড়তি পাওয়া। একজন তরুণ নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারে। অন্যান্য তরুণদের চাহিদা বুঝে পরামর্শ প্রদানে সহায়ক হতে পারে।

ঠাকুরগাঁও জেলার প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশি জানান, প্রতিটি নির্বাচনেই এখন তরুণ প্রার্থী বেড়ে চলেছে। এটা ভালো দিক। বর্তমান সরকারও দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তরুণদের নিয়ে কাজ করতে চান। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের নিয়ে দেশের উন্নয়নে আরও বেশি কাজ করা সম্ভব।

এস/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ