• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

পীরগঞ্জে ফেসবুকে পোস্ট দেয়া সেই যুবকের স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০২:০০ এএম

পীরগঞ্জে ফেসবুকে পোস্ট দেয়া সেই যুবকের স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্টদাতা পরিতোষ সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে পীরগঞ্জ আমলি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় পরিতোষ। পরে বিচারক ফজলে এলাহী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, পরিতোষ সরকার তার কর্মকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। প্রথমে তাকে কিশোর দাবি করা হলেও পুলিশ প্রমাণ করেছে পরিতোষের বয়স ১৯ বছর। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ডিজিটাল আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে আনা হয়।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ