• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মা ইলিশ সংরক্ষণ অভিযান, শিবচরে ১৭৬ জেলের কারাদণ্ড

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ১১:৫৮ পিএম

মা ইলিশ সংরক্ষণ অভিযান, শিবচরে ১৭৬ জেলের কারাদণ্ড

রফিকুল ইসলাম, মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ১৭৬ জন জেলের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ ধরার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে ১৪.১৮৭ লাখ মিটার।

শিবচর উপজেলা মৎস্য অফিস জানায়, চলতি মাসে ইলিশ শিকার বন্ধের দিন থেকে ১৯ অক্টোবর দুপুর পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশে অভিযান চালায় মৎস্য বিভাগ, ভ্রাম্যমাণ আদালত, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও র‌্যাবের সমন্বয়ে যৌথ টিম। এ সময় পদ্মা নদীর বিভিন্ন এলাকায় ৩৩টি অভিযান পরিচালনা করা হয়। এতে ২৫৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে তা নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে ১৪.১৮৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে উপস্থিত জনগণের সামনে তা আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। ইলিশ শিকার বন্ধের ১৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন সময়ে আদালত পরিচালনা করেন। এতে মোট ৫৭টি মামলায় ১৭৬ জন আটক জেলের মধ্য ১৭০ জনকে ১ বছর ও ৬ জনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, নিয়মিত পদ্মায় অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, র‌্যাবের বড় পরিসরে একটি যৌথ অভিযানও হয়েছে পদ্মা নদীর শিবচরের অংশে। এ ছাড়া প্রতিদিনই রাত ও দিনে অভিযান পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে অংশ নিচ্ছেন।

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ