প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৪:১৩ পিএম
কুড়িগ্রামের উলিপুরে দুর্বৃত্তদের হামলায় দুর্গা মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পৃথক ৫টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরই মধ্যে ৩০ জনকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গা মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া পৃথক ৫টি মামলার মধ্যে একটি মামলা করেছে মন্দির কমিটির সভাপতি। এছাড়া বাকি ৪টি মামলার বাদী পুলিশ। এর মধ্যে তিনটি মামলায় প্রধান আসামি উপজেলা ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আবু সাঈদ সুমন পলাতক রয়েছেন। পুলিশ তাকে আটকের জোর চেষ্টা চালাচ্ছে। তবে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ জন দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৩ অক্টোবর রাতে দুর্গাপূজা চলাকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মণপাড়া দুর্গা মন্দির, পশ্চিম কালুডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দির, নেফড়া সার্বজনীন দুর্গা মন্দির ও থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং বেগমগঞ্জ ইউনিয়নের বেগমগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরসহ প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
মামলার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, এখন পর্যন্ত ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
টিআর/ডাকুয়া