• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

পঞ্চমবারের মতো উদ্ধার হলো 'রেড কোরাল কুকরি'

প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৬:৫৯ পিএম

পঞ্চমবারের মতো উদ্ধার হলো 'রেড কোরাল কুকরি'

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় থেকে ফের উদ্ধার হলো নতুন প্রজাতির 'রেড কোরাল কুকরি' সাপ। এ নিয়ে দেশে ও জেলাটিতে পঞ্চমবারের মতো সাপটির দেখা মিলল।

রোববার (১৬ মে) রাত ৯টার দিকে বোদা উপজেলার বোদাপাড়া এলাকার একটি রাস্তা থেকে সাপটিকে জীবিত উদ্ধার করা হয়।

ওই রাস্তা থেকে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস)। তিনি জানান, রোববার রাতে রাস্তায় সাপটিকে দেখে জব্দ করে স্থানীয়রা। পরে তাকে ফোন দিলে সাপটি উদ্ধার করে নেন তিনি।

সোমবার (১৭ মে) রাতে সাপটিকে অবমুক্ত করা হবে বলে জানান এই বন্যপ্রাণী সংরক্ষক।

সহিদুল ইসলাম বলেন, 'এই প্রজাতির সাপগুলো সূর্যের আলো তেমনভাবে সহ্য করতে পারে না। যার কারণে রাতে সাপটিকে অবমুক্ত করা হবে।'

রেড কোরাল কুকরি খুবই বিরল প্রজাতির সাপ। মূলত ভারতের হিমালয় অঞ্চলের সাপ এটি, কিন্তু সাধারণত ভারতের উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারতে এই সাপের দেখা মেলে। শুধু দেশের পঞ্চগড় জেলায় পঞ্চমবারের মতো এই প্রজাতির সাপের দেখা মিলল। আর পুরো পৃথিবীতেই মাত্র ২০ থেকে ২২ বারের মতো দেখা গেছে এই সাপ।

গত ৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় পঞ্চগড় তথা বাংলাদেশে প্রথমবারের মতো উদ্ধার হয় এই সাপ। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে দ্বিতীয়বারের মতো মৃত অবস্থায়, ২০ এপ্রিল টুনিরহাট এলাকা থেকে তৃতীয়বারের মতো জীবিত এবং ১০ মে একই এলাকা থেকে চতুর্থবারের মতো মৃত অবস্থায় এই প্রজাতির সাপ উদ্ধার হয়।

এএএম/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ