• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

পীরগঞ্জে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় আটক ৪২

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৮:৪৫ পিএম

পীরগঞ্জে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় আটক ৪২

রংপুর ব্যুরো

রংপুরের পীরগঞ্জে জেলে পল্লীতে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় ৪২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


সোমবার (১৮ অক্টোবর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

 

এর আগে রোববার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া-বটতলা ও বড়করিমপুর গ্রামে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সুপার, র‌্যাব-১৩এর অধিনায়ক, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

 

পরে পুরো ঘটনা নিয়ন্ত্রণে সেখানে রাতভর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি, র‍্যাব ও পুলিশ।

 

এ দিকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসনসহ সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।

 

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ছাড়া জড়িত সবাইকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।’

 

টিআর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ