• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

মহাসড়কের চিত্র এর উল্টো!

প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৬:৪০ পিএম

মহাসড়কের চিত্র এর উল্টো!

টাঙ্গাইল প্রতিনিধি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। এতে ভিড় বাড়ছে মহাসড়কগুলোতে। সরকারি নির্দেশনায় দূরপাল্লার গাড়ি না থাকায় ফের ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চিত্র এর উল্টো।

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রীতিমতো চলছে দূরপাল্লার বাস। তবে মহাসড়কটিতে গাড়ির চাপ তেমন নেই। যাত্রীর চাপ বাড়ার সুযোগকে কাজে লাগিয়ে চলছে তারা। বাস থাকলেও যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

সোমবার (১৭ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ দৃশ্য দেখা যায়। রোববার রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অসংখ্য বাস রয়েছে সেখানে।

এ ছাড়া পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি।

কেন সরকারি নির্দেশনা না মেনে দূরপাল্লার বাস চালাচ্ছে- এমন প্রশ্নে যানবাহন সংশ্লিষ্ট কেউ কথা বলতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ড্রাইভার বলেন, 'সকালে গাজীপুরের যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে ছেড়ে এসেছি। বাস বন্ধ রাখলে পেট চালাইবো কে? নিজের পরিবারের জন্য বাস চালাতে হচ্ছে।'

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, 'মহাসড়কে তেমন যানবাহনের চাপ নেই। সকাল থেকে কোথাও যানবাহনের জটলা বা ধীরগতি দেখা যায়নি। স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দূরপাল্লার বাস চললে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বাস এলেও সেগুলো ফেরত পাঠানো হচ্ছে।'

এএএম/এম. জামান
আর্কাইভ