প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ১০:৩৭ পিএম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) পরিচালক ডা. মো. রেজাউল করিমকে অবরুদ্ধ করে রেখেছেন হাসপাতালের নার্সরা। করোনাকালে প্রণোদনার দাবিতে রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টা থেকে পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন তারা।
এ সময় পরিচালক ডা. মো. রেজাউল করিমকে অবরুদ্ধ করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন হাসপাতালের নার্সরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলেও ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ করা নার্সরা বলেন, ‘সরকার আমাদেরকে দুটি বেসিক পরিমাণ প্রণোদনার ঘোষণা দিয়েছে। ডাক্তার-কর্মচারী সবাই পেয়েছেন। কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফোরকান আলী বলেন, ‘প্রণোদনার বিষয়ে কথা বলতে গেলে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয় আমাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এখন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
এ দিকে হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিমের সঙ্গে একাধিক বার কথা বলার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
টিআর/এম. জামান