• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১, ০৫:০১ পিএম

বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী সিএনজি ও মালবাহী ট্রাকের সংঘর্ষে এক যাত্রী নিহত ও সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বড়পোল এলাকায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইমাম হোসেন (৪২)। তিনি সেনবাগ পৌরসভার সাহপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌমুহনী বাজার থেকে সেনবাগের উদ্দেশে সিএনজিতে আসছিলেন ইমাম হোসেনসহ ৩ যাত্রী। পথে তাদের গাড়িটি বড়পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সিএনজিটিকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইমাম হোসেন নিহত ও চালকসহ তিনজন আহত হন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মৃদুল কান্তি কুরি জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটিসহ নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ