• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ভারতফেরত তরুণীকে ধর্ষণ, এএসআই গ্রেফতার

প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৫:২৯ পিএম

ভারতফেরত তরুণীকে ধর্ষণ, এএসআই গ্রেফতার

দেশজুড়ে ডেস্ক

ভারতফেরত এক তরুণীকে (২২) কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ মে) ওই তরুণী এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। 

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন ওই তরুণী। এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে কোয়ারেন্টিনে থেকেই তার প্রেমের সম্পর্ক হয়। এরপর গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে ধর্ষণের অভিযোগে মামলার পর এএসআই মোখলেছকে গ্রেফতার করা হয়েছে।’

কেএমপির কোর্ট সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন মোখলেছুর রহমান। গত ১ মে খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। 

ডব্লিউএস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ