• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মিতু হত্যা মামলা : রিমান্ড শেষে আদালতে বাবুল

প্রকাশিত: মে ১৭, ২০২১, ০৫:০০ পিএম

মিতু হত্যা মামলা : রিমান্ড শেষে আদালতে বাবুল

দেশজুড়ে ডেস্ক

চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলা। সেই মামলায় প্রধান আসামি তারই স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৭ মে) বেলা ১১টার দিকে আদালতে হাজির করা হয় বাবুল আক্তারকে। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের খাসকামরায় রাখা হয়। 

আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১১ মে) সারা দিন বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। পরে বুধবার (১২ মে) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে হাজির করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় রিমান্ডের প্রতিবেদন ১০ দিনের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেয়া হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, রিমান্ডের প্রথম দিন বৃহস্পতিবার (১৩ মে) বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা না গেলেও ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া যায়।  

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ে সাত বছরের ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন মিতু। ওই সময় বাবুল আক্তার ঢাকায় পুলিশ সদর দফতরে ছিলেন। পরে চট্টগ্রামে গিয়ে পাঁচলাইশ থানায় তিনি একটি মামলা করেন। 
মামলাটির তদন্ত শুরু করে ডিবি। ওই সময় কয়েকজনকে গ্রেফতারও করা হয়। এরপর বাবুল আক্তারকে ঢাকায় পুলিশের গোয়েন্দা কার্যালয়ে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলে, তদন্তে মোড় ঘুরে যায়। 

মিতু হত্যাকাণ্ডে বাবুলের জড়িত থাকার অভিযোগ ওঠে। পরে মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বাদী হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করে পাঁচলাইশ থানা পুলিশ।  

টিআর/এম. জামান
আর্কাইভ