• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নৌকায় উঠতে না পেরে ৪ চেয়ারম্যান এখন বিদ্রোহী প্রার্থী!

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৪:৫৩ পিএম

নৌকায় উঠতে না পেরে ৪ চেয়ারম্যান এখন বিদ্রোহী প্রার্থী!

রংপুর ব্যুরো

রংপুরের পীরগাছায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গত ইউপি নির্বাচনে এসব ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সাতজন ও বিএনপির একজন নির্বাচিত হয়েছিলেন। এদের মধ্যে আওয়ামী লীগের একজন চেয়ারম্যান মৃত্যুবরণ করেছেন।

বর্তমান ছয় চেয়ারম্যানের চারজনেরই ঠাঁই হয়নি দলীয় প্রতীক নৌকায়। তবে দুইজন এবারও মনোনয়ন পেয়েছেন। বাকিরা দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

জানা যায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রওশন জমির রবুকে এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ওই ইউনিয়নে প্রথমে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন বিদ্যুৎ কুমার রায়। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় কোনো পদে না থাকাসহ নানা অভিযোগে তাকে পরিবর্তন করে শাহীন সরদারকে দলীয় প্রার্থী করা হয়েছে। বর্তমান চেয়ারম্যান রওশন জমির রবুসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম খানের এবার নৌকায় ঠাঁই হয়নি। ওই ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন আমিনুল ইসলাম রাজ্জাক। তবে তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় নন এমন অভিযোগ তুলে প্রতিবাদ সভার মাধ্যমে নজরুল ইসলাম খানকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা।

পারুল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি প্রার্থী হতে আবেদন করেছিলেন কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই ইউপিতে মনোনয়ন পেয়েছেন তোফাজ্জল হোসেন। আবুল কালাম আজাদ মনোনয়নবঞ্চিত হলেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কৈকুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম ও অন্নদানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে অন্নদানগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মনোনয়ন না পেয়ে নিজেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

কান্দি ইউপির বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘এবার আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ সভায় আমাকে জোর করে প্রার্থী ঘোষণা করেছেন।'

ইটাকুমারী ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন আবুল বাশার। ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

আর ছাওলা ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাকিম সরকার সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর পর ইউপি সদস্য আব্দুল হাকিম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

পীরগাছা উপজেলার দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব বলেন, 'কেন্দ্রের সিদ্ধান্ত মাথা পেতে নিতে হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জন্য আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আশা করছি পীরগাছার আটটি ইউপিতেই বিপুল ভোটে নৌকার জয় হবে।’

রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু সিটি নিউজকে বলেন, ‘যারা নৌকার মনোনীত প্রার্থী হয়েছে তাদের জন্য সকল নেতাকর্মীকে এক হয়ে কাজ করতে হবে। আর নৌকার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত কেউ যদি বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে উপজেলা নির্বাচন সূত্রে জানা যায়, পীরগাছার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটিতে প্রথম ধাপে নির্বাচন হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর। বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর।

এস/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ