• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের ভিড়

প্রকাশিত: মে ১৭, ২০২১, ১২:০১ পিএম

দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের ভিড়

রাজবাড়ী প্রতিনিধি

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। এতে ভিড় বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে তিন চাকার যানবাহনে ভেঙে ভেঙে ফেরি ঘাটে আসছে কর্মজীবীরা। যার ফলে তাদের গুণতে হচ্ছে অধিক ভাড়া। তবে ঘাটে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই নদী পার হতে পেরে খুশী যাত্রীরা।

সোমবার (১৭ মে) সকালে দৌলতদিয়া ফেরি ঘাট ঘুরে দেখা যায়, যে যেভাবে পারছে সেভাবেই যাত্রীরা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে অটো, মাহেন্দ্র, মাইক্রোবাস, মোটরসাইকেল যোগে ঘাটে আসছে তারা। এসব যানবাহনের একজনের আসনে দুইজনও রয়েছে।

এ ছাড়াও গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত যাত্রী। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্ব। আবার অনেক যাত্রীর মুখে নেই মাস্ক। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি নিশ্চিতে ফেরিগুলোতে নেই প্রশাসনের নজরদারি।

কর্মস্থলে যোগ দিতে মাগুরা থেকে ঢাকায় যাচ্ছেন কামরুল। তিনি সিটি নিউজ ঢাকাকে বলেন, 'ভোর ৫টার সময় মাগুরা থেকে একটি মাইক্রোবাসে রওনা দিয়েছি। মাইক্রোবাসটিতে আসন সংখ্যা আটটি অথচ যাত্রী এসেছে ১২ জন। স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে চাইলেও সেটা হয়ে উঠে না।'

আরিফ নামের আরেক যাত্রী জানান, পাংশা থেকে ঘাটে এসেছি তিন চাকার মাহেন্দ্রে দুইশ টাকা দিয়ে। বাস চললে সত্তর থেকে আশি টাকা লাগতো।

ঘাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন কর্তৃপক্ষ জানায়, সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে যাত্রীর চাপ রয়েছে। দৌলতদিয়ার অপর প্রান্তে পারের অপেক্ষায় কোনো যানবাহন নেই। এ রুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। ফলে ঘাটে এসে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে না।

এএএম/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ