• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ সারি, দুর্ভোগ চরমে

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৫:৫৫ পিএম

পাটুরিয়ায় গাড়ির দীর্ঘ সারি, দুর্ভোগ চরমে

মানিকগঞ্জ প্রতিনিধি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী যানবাহনের চাপ বেড়েছে। ফেরির অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী যানবাহন চালকদের। 

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারের অপেক্ষায় অন্তত ১২শত যানবাহন দেখা যায়। এর মধ্যে সাত শতাধিক পণ্যবাহী ট্রাক, তিন শতাধিক ব্যক্তিগত গাড়ি, দেড় শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে। মূলত শুক্রবার শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে বেড়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা জানান, নদীতে নাব্যসংকট নিরসনে ডেজিংয়ের কাজ চলমান রয়েছে। তার জন্য পাটুরিয়ার নং ফেরিঘাট বন্ধ রয়েছে। সকালে একটু ঝামেলা থাকলেও এখন ফেরি চলাচল স্বাভাবিক আছে। আস্তে আস্তে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করছে।

যাত্রীবাহী পরিবহন জরুরি কাজে নিয়োজিত যানবাহনের চাপ কমলে সিরিয়াল অনুযায়ী ট্রাক পারাপার করা হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়ায় বাস ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক মিলে সহস্রাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। ঘাটে আটকে থাকা যাত্রী যানবাহনগুলো পারাপারে আমরা কাজ করে যাচ্ছি। যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। তবে বাড়তি যানবাহনের চাপ পড়ায় পারাপারে সময় বেশি লাগছে।

 

টিআর/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ